মীর জিয়াদুল হক, পিরোজপুর: প্রতিনিধিঃ
কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ জিয়াদ, সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবম শাহজাহান, মুক্তিযোদ্ধা মোবারক আলী মীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মীর জিয়াদুল হক প্রমুখ।