ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন (ইসি) ৩০০ আসনের প্রকাশিত গেজেটে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করারসহ সীমানা সম্পূর্ণ পাল্টে যাওয়ায় জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৩০০ আসনের চূড়ান্ত গেজেটে প্রকাশের পর থেকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল সমাবেশসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতারা বলেন, প্রথমে নির্বাচন কমিশন এর আগে একটি সংসদীয় আসন কমিয়ে বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনের সীমানা পুনর্গঠন করে নতুন আসন বিন্যাসে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ ও শরণখোলা ও মোংলা) অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। এমন তথ্য প্রকাশ করার পর বাগেরহাট জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ধরে রাখতে জেলার সব মহাসড়ক অবরোধ করে মোংলা বন্দরকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতর কর্মসূচি পালন করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার।
নির্বাচন কমিশনের শুনানীর পর শেষে ৩০০ আসনের চূড়ান্ত গেজেটে প্রকাশের পর জেলার চারটি সংসদীয় আসন বহাল না রেখে একটি কমিয়ে নির্বাচন কমিশন তাদের আসনের সীমানা পুনর্গঠন প্রস্তাব নিজেরাই পাল্টে দিয়ে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) থেকে ফকিরহাট উপজেলাকে কেটে দিয়ে বাগেরহাট -২ আসনের সাথে বাগেরহাট সদর উপজেলাকে বাগেরহাট- ১ আসনের (বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট) সাথে সংযুক্ত করে। প্রস্তাবিত বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) আসন থেকে বাগেরহাট সদর, কচুয়া উপজেলাকে বাদ দিয়ে ফকিরহাট- রামপাল ও মোংলা উপজেলাকে নিয়ে বাগেরহাট- ২ আসন ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ ও শরণখোলা ও মোংলা) আসন থেকে মোংলা উপজেলাকে বাদ দিয়ে কচুয়া উপজেলাকে সংযুক্ত করে বাগেরহাট- ৩ আসন গঠন করে গেজেট প্রকাশ করে।
গেজেটে বাগেরহাটের সংসদীয় আসন কমে যাবার পাশাপাশি প্রতিটি আসনের সাথে নতুন নতুন উপজেলাকে সংযুক্ত করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।র রবিবার থেকে জেলার চারটি সংসদীয় আসন বহাল ও সংসদীয় আসনে নতুন নতুন উপজেলা সংযুক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধসহ লাগাতর কর্মসূচির পালনে শনিবার বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্য পরিষদ যৌথ সভা আহ্বান করেছে।