আরিফ মাঈনুদ্দিন
কক্সবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে রেজিস্টার্ড ডাকযোগে ভয়াবহ হত্যার হুমকি পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
জানা গেছে, প্রয়াত নেতা ওসমান হাদীর মতো হত্যার হুমকি দিয়ে পাঠানো ওই চিঠির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তারেক রহমান। ফোনালাপে তিনি শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তারেক রহমান এ সময় বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া একটি পরিকল্পিত অপচেষ্টা। তিনি এ ধরনের হুমকিকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে দমিয়ে রাখার কৌশল হিসেবে উল্লেখ করেন।
শাহজাহান চৌধুরী তারেক রহমানকে আশ্বস্ত করে বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করেই তিনি জনগণের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মাঠে থাকবেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।





