মৃধা বেলাল বিশেষ প্রতিনিধি
বরগুনার আমতলীতে পৌরসভার উদ্যোগে ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল ফিতরের উপহারের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব চাল বিতরণ করা হয়।অতিদরিদ্র, অসহায় ,দুস্থ ও শ্রমজীবী ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৬২১ পরিবার জন্য চাল বরাদ্দ থাকলেও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে আরো ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে চাল দেওয়া হয়।
চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল আলম প্রমুখ।
আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সাইফুর রহমান, কাউন্সিলর মো. নজরুল ইসলাম, জিএম মুসা, মো. আবুল বাশার রুমি. মো. সেলিম রেজা টিটু মো. মোয়াজ্জেম হোসেন ফরহাদ. মো. মুসা মোল্লা, হোসেন সিদ্দিকি রেজওয়ান, মো. নুরুজ্জামান ও মো. লিমন মৃধা সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুকুল বেগম. ইসরাত জাহান লাভলী ও মোসাঃ ছালমা বেগমসগ সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।