মো: কলিম উল্লাহঃ
স্বাধীনতার স্বপক্ষে ও সাংবাদিকদের কল্যাণে কাজ করা সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম লোহাগাড়া কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ই ফেব্রুয়ারি সোমবার রাত ৮টায় লোহাগাড়া সিটি হসপিটাল হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন লোহাগাড়া সিটি হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলম কোম্পানি,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া কমিটির সভাপতি কলিমুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী শাহীন সাতকানিয়া কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন খাঁন, সাতকানিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, লোহাগাড়া উপজেলা শাখার পচার সম্পাদক সংবাদিক ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক সুমত রঞ্জন বড়ুয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক হাজ্বী সেলিম, সাংবাদিক ইসমাইল, সাংবাদিক আরিফ, সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী,সাংবাদিক জিয়াবুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।