নওগাঁ প্রতিনিধিঃ-
আজ ২০২৪ শে ১ লা জানুয়ারি,নওগাঁ ০৫ আসনে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনের নৌকা মার্কাকে জয়ের লক্ষে, আব্দুল ওয়াহাব আহবায়ক জেলা কৃষক লীগ ও খোরশেদ আলম যুগ্ম আহবায়ক জেলা কৃষক লীগ। তাদের নেতৃত্বে নওগাঁ শহরে একটা বিশাল দল নিয়ে নৌকার প্রচরনায় নামেন। নওগাঁ জেলা কৃষক লীগের পক্ষে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য এ্যডঃস্বপনা,পৌর কৃষক লীগের আহবায়ক জুয়েল রানা,সহিদুল ইসলাম, হামিদ সরকার, ওয়ার্ড সভাপতি মোঃছামসুর রহমান সহ বিপুল সংখ্যক কৃষক লীগের নেতৃবৃন্দ এই প্রচরনায় অংশ গ্রহন করেন। দলীয় কার্যলয় থেকে শুরু করে, নওগাঁর ঐতিহ্য বাহী মাছ বাজার, মিষ্টি পট্টি, কাপড় পট্টি, ডাল পট্টি হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবসতি এলাকায় তারা গন সংযোগ করেন।জেলা কৃষক লীগের আহবায়ক আঃওয়াহাব বলেন,আমরা ১০০% নিশ্চিত আঃজলিল ভাইয়ের নওগাঁ ০৫ আসনে তার সুযোগ্য সন্তান ব্যাটিষ্টার নিজাম উদ্দিন জলিল জন কে, জনগন স্বতঃস্ফূর্ত ভাবে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে, এর কারণ আঃজলিল ভাইয়ের জীবদ্দশায় নওগাঁর উন্নয়নের লক্ষে কাজ করেছেন এবং তার কিছু অসমাপ্ত কাজগুলো তারই সুযোগ্য সন্তান নিজাম উদ্দিন জলিল জন কে জনগন ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যহাত রাখবেন বলে আমরা বিশ্বাস করি।