নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর মহাদেবপুর উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, গণ্যমাণ্য ব্যক্তি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা মহাদেবপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, থানার অফিসার ইনচার্জ
মোঃ মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল সহ প্রমুখ ।