বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় চাঁদাবাজির মামলার মূল হোতা মো. জানে আলমকে (৪১) গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। সে চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি: নং- চট্ট. ১৩০৯) সাধারণ সম্পাদক। রবিবার (২২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। জানে আলম চন্দনাইশের পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ডের ছোরত আলীর বাড়ির মৃত গুরা মিয়ার ছেলে।
ওসি রাশেদুল হক জানান, বাকলিয়া-নতুন ব্রিজ এলাকার ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বদানকারী এবং ভাসমান ভ্যানগাড়ি ও হকারদের কাছ থেকে চাঁদা আদায়কারী এই জানে আলম। চাঁদা না পেয়ে এক ফল বিক্রেতার ওপর হামলা-ভাংচুর মামলার আসামি সে।গত ১৬ মে জানে আলমের নেতৃত্বে সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্যরা নতুন ব্রিজ এলাকায় ভ্যান গাড়িতে ফল বিক্রেতা মো. বাদশার (২০) কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় জানে আলম তার সহযোগী আরাফাত, মো. আলী ও জাবেদুল ইসলামকে নিয়ে ১৭ মে রাত ৯টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন নবাব খাঁ কলোনির সুমনের দোকানের সামনে বাদশার পথরোধ করে। এসময় তাকে মারধর করে এবং ভ্যানগাড়ি ভাংচুর করে।
তিনি আরো জানান, পরে বাদশার পিতা সিরাজ মিয়া বাদী হয়ে জানে আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় মামলা করে। মামলার সূত্রে অভিযান চালিয়ে অন্য আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও মূল হোতা জানে আলম পালিয়েছিল।