এম এস এইচ সাজ্জাদঃ
হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভা অদ্য ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়।
হাজ্বী নবী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মধ্যম গহিরা বার আউলিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বার আউলিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আব্দুর রহমান(নাগু), সৈয়দ নূর, জেবল হোসেন, মো. হোসেন, আহমদ ছাফা, আবু তাহের, জালাল উদ্দিন প্রমুখ।
পবিত্র কুরআন তেলওয়াত ও নাতে রাসূল(সাঃ) পরিবেশনের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও বার আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. ইলিয়াস।
সাংবাদিক এম. সাদ্দাম হোসাইন সাজ্জাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বার আউলিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম সওদাগর, সাংবাদিক এম. বজলুল হক, মো. বেলাল হোসেন, মো. আব্দুর রহিম, ফারুকুর রহমান আফসার, মো. ইরফান প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অন্ধকারে নিমজ্জিত থাকা জাতিকে একমাত্র সুশিক্ষায় আলোর মুখ দেখাতে পারে। তাই সকল অভিভাবকের কর্তব্য নিজ নিজ সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে সমাজকে আলোকিত করতে সহায়তা করা।
পরে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।