এম এস এইচ সাজ্জাদঃ
“আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানটি বুকে ধারণ করে ২০১৬ সালের ২৫ই নভেম্বর কয়েকজন তরুণ-তরুণী’র হাত ধরে পথচলা শুরু “উৎসাহ সামাজিক সংগঠন” এর।
অগ্রযাত্রার ৫ম বর্ষপূর্তি এবং অর্ধযুগে পদার্পণ উপলক্ষে ২৮ই নভেম্বর ২০২১ সারাদিনব্যাপী মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দিনাজপুর টিম।গতকাল ২৮ই নভেম্বর রোজ রবিবার সারাদিনব্যাপী “পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন’র” সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করেছেন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবং একবেলা আহার বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করছেন “উৎসাহ সামাজিক সংগঠন’র” দিনাজপুর টিম।
দিনাজপুর শিশু পার্কে আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে ছিলেন – দিনাজপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের সম্মানিত প্রফেসর জনাব মোঃ মাহাতাব হোসেন (মুকুট) এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর হেলথ কেয়ার প্রাইভেট ক্লিনিকের পরিচালক জনাব মোঃ ওয়াসিম হোসেন ও পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবক কে এম নাহিদ হাসান।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন উৎসাহ সামাজিক সংগঠন’র দিনাজপুর টিমের স্বেচ্ছাসেবক মিজানুর রহমান মিজু। তিনি সংগঠনে স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে এবং সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি গরীব ও অসহায় লোকের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ যেমন উপকৃত হবে তেমনি সমাজ ও দেশ উন্নত হবে।
প্রধান অতিথি সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে টিম উৎসাহের কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করেন এবং সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনের যে অঙ্গিকার নিয়েছে তাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে সকল তরুণ-তরুণীকে এগিয়ে আসার আহ্বান জানান।
বর্ষসেরা স্বেচ্ছাসেবক এবং সর্বোচ্চ রক্তদাতা সংগ্রাহক হিসেবে পুরস্কৃত করা হয় দিনাজপুর টিমের স্বেচ্ছাসেবক মোঃ নাঈম ইসলাম কে এবং পথশিশুদের মাঝে পুরষ্কার বিতরণ এবং শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে শেষ করা হয় অনুষ্ঠানটি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর টিমের স্বেচ্ছাসেবক – আব্দুল মান্নান, মোকারম হোসেন, নাঈম, জুয়েল, সারোয়ার সানি,ফরিদুল ইসলাম, জিসান, মেহেদী, হারুন এবং পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য জাকারিয়া,ফয়সাল,জান্নাতুন ফেরদৌসী, শিল্পী, মারুফা, সোহানুর ইসলাম, জীবন আহমেদ, উৎপল, আবুল হাসনাত, সাদিয়া ও রিপন রায় প্রমুক।
ইতিমধ্যে গত ২৬ই নভেম্বর ২০২১ রোজ শুক্রবার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচীর মাধ্যমে চট্টগ্রামে উদযাপন করা হয়েছে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান।