এম এস এইচ সাজ্জাদ
“আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানটি বুকে ধারণ করে ২০১৬ সালের ২৫ই নভেম্বর কয়েকজন তরুণ-তরুণী’র হাত ধরে পথচলা শুরু “উৎসাহ সামাজিক সংগঠন” এর। একঝাঁক স্বেচ্ছাসেবকের হাত ধরেই পথচলা শুরু হয় টিম উৎসাহ’র এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে জনহিতকর কাজ করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলছে পরিবর্তনের লড়াই।প্রাথমিক পর্যায়ে কার্যক্রম শুরু হয় বন্দরনগরী চট্টগ্রামে। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে শিকড়ের মত সারাদেশে ছড়িয়ে পড়ে টিম উৎসাহ’র বিস্তৃতি। ইত্যেমধ্যে চট্টগ্রামের পাশাপাশি কাজ করছে দিনাজপুর, পঞ্চগড় এবং কুড়িগ্রাম টিম।
“উত্সাহ” সামাজিক সংগঠন’ ৫ম বর্ষপূর্তি এবং ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল ২৬/১১/২০২১ রোজ শুক্রবার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
৫ম বর্ষপূর্তি উপলক্ষে সদরঘাট বন্দর কলোনী তাজবিদুল কোরআন এতিমখানা, মাদ্রাসা ও হেফজখানায় অবস্থানরত ৩০ জন এতিম শিক্ষার্থীকে দুপুরের খাবার খাওয়ানো হয় এবং রাতের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তার পাশাপাশি উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের পরবর্তী খাবারের জন্য ৫০ কেজি ওজনের চালের বস্তা ১টা, ২০কেজি আলু এবং ৫ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। কোমলমতী শিশুদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে বিতরণ করা হয় কম্বল।
খাদ্য বিতরণে পর তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে ঘন ঘন সবান দিয়ে হাত দোয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক ব্যাহারের ক্ষেত্রে সচেতন করা হয়। অসহায় মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে বিতরণ করা হয় সেলাই মেশিন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মাসুদুর রহমান। তিনি সংগঠনের স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে এবং সেবার মাধ্যে মাধ্যমে সমাজ পরিবর্তনের যে লক্ষ্যে কাজ করছি তা পূরণকল্পে- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, দেশের বিভিন্ন হাসপাতালে রক্তদাতা প্রেরণ, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের শুকনো খাবার বিতরণসহ, সামাজিক সচেতনতামূলক সভা করেছি।বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সময়কালে অসহায় মানুষগুলোর মাঝে বিতরণ করেছি খাদ্যসামগ্রী। ইনশাআল্লাহ আগামীতেও মানুষের পাশে থেকে সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করে যাবে টিম উৎসাহ। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ অসহায় মানুষের নিকট শুকনো খাদ্য পৌঁছে দেওয়ার অদম্য সাহসিকতা উৎসাহ সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ওমর সানি শুভ’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন সদরঘাট বন্দর কলোনী তাজবিদুল কোরআন এতিমখানা, মাদ্রাসা ও হেফজখানার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উৎসাহ সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক – মোহাম্মদ ইসরাফিল, ওমর সানি শুভ, মোঃ নিহাল সাদ্দাম, আব্দুল বারেক, আফসানা তুহিন, আরমান প্রমুখ।
সর্বশেষ সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত ঘোষণা করা হয়।