এম এস এইচ সাজ্জাদঃ
সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসে উৎসাহ সামাজিক সংগঠন এর একটি প্রকল্প – স্বনির্ভর।
এই প্রকল্পের আওতায় গত ২৬/১১/২০২১ গ্রামীণ দুঃস্থ কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণ কালে উৎসাহ সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ওমর সানি শুভ বলেন- “স্বনির্ভর” প্রকল্পটি একটি পরিবারের আয়ের বড় উৎস হিসাবে কাজ করবে। এই প্রকল্পের মাধ্যমে টিম উৎসাহ চেষ্টা করবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে স্বাবলম্বী করতে এবং অসহায় মানুষের পাশে সব সময় মানবতার সেবায় এগিয়ে আসবে।
সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উৎসাহ সামাজিক সংগঠন’র স্বেচ্ছাসেবক মোহাম্মদ ইসরাফিল, ওমর সানি শুভ,সৈয়দ মাসুদুর রহমান এবং আব্দুল বারেক। সেই সাথে আরো উপস্থিত ছিলেন- দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমাম হোসাইন।
সেলাই মেশিন গ্রহীতা হাবিবা আক্তার (১৮) বলেন, আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি আমার বিধবা মায়ের সাথে থাকি। আমার সেলাই মেশিনের কাজের দক্ষতা থাকা সত্ত্বেও একটি সেলাই মেশিনের অভাবে সেলাইয়ের কাজের অর্ডার নিতে পারি না। আজ এ সেলাই মেশিন হাতে পেয়ে আমি খুব আনন্দ অনুভব করছি। এখন থেকে সেলাইয়ের কাজ করে আমি আমার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো।