ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা বন্দরে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমানে বিদেশী শাড়ীর চালান জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল এ অভিযানে অংশ নেন। ১৬ ও ১৭ নভেম্বরের অভিযানে মোংলার হলদিবুনিয়া নামক স্থানে খালের ভিতর থেকে এ অবৈধ শাড়ির চালান জব্দ করতে সক্ষম হয় তারা।
শাড়ি পাচারকারীরা কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কোস্টগার্ড সূত্রে জানা যায়।এ পাচার কাজে জড়িত কাউকেই আটক করা সম্ভব হয়নি।
১৮ নভেম্বর বৃহাস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যন্ট খন্দকার মুনফ তকি এক প্রেস বার্তায় এ কথা জানান। এতে তিনি উল্লেখ আরো জানান জব্দকৃত পোশাকের মধ্যে রয়েছে ৮৩৩ পিস শাড়ী, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদর যার বাজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা হবে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ সকল ব্যবস্থা সাপেক্ষে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।