মোঃ ওমরগণি চৌধুরী কাঞ্চন ১৯৫৫ সালের ১২ই নভেম্বর উত্তর রাংগুনিয়ার মুন্সীবাড়ীর সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম আহমেদ কবির ছিলেন একজন শিক্ষানুরাগী,সমাজসেবক এবং দানবীর।ওমরগণি চৌধুরী এবং ওনার পরিবার শিক্ষা প্রসারের জন্য ৩ নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামাইরহাট ভিএড লাইব্রেরি, উত্তর রাংগুনিয়া উচ্চ বিদ্যালয় এবং আলমশাহ পাড়া কামিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা ও দাতা সদস্য । বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে, আওয়ামী রাজনীতিতে শুরু থেকে আজকের দিন পর্যন্ত ওমরগণি চৌধুরীর কাঞ্চন এবং তার বড় ভাইয়েরা কখনো আওয়ামী রাজনীতি থেকে নীতিভ্রষ্ট হয়নি। মোঃ ওমরগণি চৌধুরী এর বড় ভাই এডভোকেট খোরশেদ আলম চৌধুরী একজন প্রবীণ ও স্বনামধন্য আইনজীবী । তিনি রাংগুনিয়া কলেজ ছাত্র সংসদ এর প্রথম নির্বাচিত ভিপি ছিলেন।আইন পেশায় যোগ দিয়ে তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ২ বারের সাধারণ সম্পাদক এবং ২ বারের সভাপতি ছিলেন।তার মেজ ভাই মরহুম বখতেয়ার হোসেন চৌধুরী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার সেজ ভাই মোঃওসমান গণি চৌধুরী আমৃত্যু ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ওমরগণি চৌধুরী কাঞ্চন বাংলাদেশ আওয়ামী লীগ চরম দুঃসময়ে বৃহত্তর রাজানগর ইউনিয়ন কৃষক লীগের দায়িত্ব পালন করেছিলেন সফল ভাবে।দলের কঠিন দুঃসময়ে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে দলীয় অফিস করে দেওয়ার পাশাপাশি দলের ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের বিভিন্ন মামলা হামলার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের আগলিয়ে রেখে তাদের মনে সাহসের সঞ্চার করে দিয়েছিলেন।ওমরগণি চৌধুরী ব্যক্তিগত ভাবে বিভিন্ন সামাজিক, ধর্মীয়,অসহায়, দরিদ্র,সাধারণ মানুষ কে সর্বাত্নক সাহায্য সহোযোগিতা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতেন।দলীয় নির্দেশ মোতাবেক যেকোন রাজনৈতিক কর্মসূচি উদযাপন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সকল সহযোগী অংগসংগঠেনের সাথে সমন্বয় পূর্বক সামনের সারি তে থেকে নেতৃত্ব দিতেন।প্রচারবিমুখ এই মানুষ টি কখনো কিছু পাওয়ার প্রত্যাশা না করে আজীবন সাধারণ এর জন্য কাজ করে যাচ্ছেন।
ওমরগণি চৌধুরী কাঞ্চন পর পর টানা ৩ বার এবং সর্বশেষ ২০২১ সালে অনুষ্টিত হওয়া ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে তিনি ৪র্থ বারের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি, ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং ৩ নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর একমাত্র দাতা সদস্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।সময়ের দাবি এরুপ নিরহংকারী, নির্লোভ, চরম দুঃসময়ে ত্যাগী এই মানুষটি’কে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার কান্ডারি হিসেবে, আওয়ামী রাজনীতি সাথে সংশ্লিষ্ট সকলে সহ এলাকাবাসীর প্রাণের দাবি।