প্রতিনিধিঃমোঃরবিউল হোসাইন
আজ ২৫ শে মার্চ রোজ বৃহস্পতিবার ২০২১ ইং সাল। বায়তুশ শরফ দরবারের প্রধান রূপকার আল্লামা শাহ আব্দুল জব্বার (রাঃ) এর ২৩ তম ওফাত বার্ষিকী।তিনি ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ট আলেমে দ্বীন, পীরে কামেল,তিনি মসজিদ ভিক্তিক সমাজসেবক,শেরেক এবং বিদাতিদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর,বাংলাদেশ ইসলামী ব্যাংক,ইসলামী বিশ্ববিদ্যালয়ের এর উদ্যোক্তা,তার অমর কীর্তি মধ্যে রয়েছে মসজিদ বায়তুশ শরফ ৬৫টি, বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা,কক্সবাজার বায়তুশ শরফ শিশু হাসপাতাল,কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল,ঢাকা বায়তুশ শরফ দারুস শেফা হাসপাতাল,একাডেমি১টি,এতিমখানা১৫টি, ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান১টি,এ ছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয় ৫টি,শতভাগ ও বেশি মাদরাসা মহিলা মাদরাসা প্রতিষ্ঠান করেন এবং তিনি আনজুমনে নওজোয়ান বাংলাদেশ,মজলিসুল উলামা বাংলাদেশ,মাসিক দ্বীন দুনিয়া এর প্রতিষ্টাতা ছিলেন,এবং একজন লেখক হিসেবে তিনি ২১টি ও বেশি গ্রন্থ প্রকাশ করেন।তিনি আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য-সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,আরব আমিরাত,ইরাক,পাকিস্তান,ভারত,মালয়েশিয়া,সিঙ্গাপুর,থাইল্যান্ড,তুরস্ক,ফ্রান্স,ইংল্যান্ড,আমরিকা সফর করেন।২৬ শে মার্চ নিজ বাড়িতে ১ম জানাযা অনুষ্ঠিত হয় এবং ২য় জানাযা চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তু শরফ সমুখে চট্টগ্রাম রেলওয়া পলোগ্রউন্ড ময়দানে বৃহত্তম জানাযা শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তু শরফ মসজিদের পাশেই নিজ গড়া ফুল বাগানে দাফন করা হয়, তার এই ওফাত দিবস উপলক্ষে ২৫ শে মার্চ বৃহস্পতিবার কেন্দ্রীয় বায়তুশ শরফে কুরআন খতম,বোখারী খতম,আয়োজন করা হয়।