নিউজ ডেস্ক-
২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসাকে কেন্দ্র করে রাজধানীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।এছাড়াও আহত হয়েছেন ১০ আন্দোলনকারী এবং ঘটনাস্থল থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী নামে এক শিশু বক্তাসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।এবং পুলিশকে মারধর করে হাসপাতাল থেকে এক বিক্ষোভকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এর আগে আজ বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর বিজয়নগর থেকে মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ এতে বাধা দেয়।অন্যদিকে যুব অধিকার পরিষদের মিছিলে নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।সংঘর্ষের ঘটনায় তিনিও গুরুতর আহত হয়েছেন বলে জানাগেছে।এছাড়া আহত পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর ৪জনকে রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকি ৩ পুলিশের আঘাত তেমন গুরুতর নয়।এবং সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনকে আটক করা হয়েছে।