বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ এ পিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চান দৈনিক প্রতিদিনের সংবাদ এর পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ ইমাম হোসেন (টুটুল) জমাদ্দার।
মোঃ ইমাম হোসেন (টুটুল) জমাদ্দার ১৯৮২ সালের ১০ এপ্রিল পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার নিলতী গ্রামের ঐতিহ্যবাহী জমাদ্দার পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোঃ আবুছালেক (ফারুক) জমাদ্দার। তার পিতামহ আতাহার আলী জমাদ্দারের বড় ভাই মমতাজ উদ্দিন (মোন্তাজ) জমাদ্দার ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাকালীন সময় ২০ বছরেরও অধিকাল ৪ নং চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তার আপন মামা উপজেলার দাসেরকাঠী গ্রামের সাকাওয়াত সরদার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আপন চাচা জাকির হোসেন নান্না জমাদ্দারও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন । ইমাম হোসেন টুটুল জমাদ্দার ১৯৯৭ সালে কাউখালী সরকারী উচ্চ বালক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এস এস সি পরীক্ষায় উত্তীর্ন হয়ে কাউখালী মহাবিদ্যালয়ে ভর্তি হন। কলেজে লেখাপড়া কালীন তিনি স্বাধীন বংলাদেশের স্থাপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রানীত হয়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। তিনি বিভিন্ন সময় কাউখালী মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, ৪ নং চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কাউখালী উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০১ সালে তৎকালীন বি এন পি- জামায়াত জোট সরকারের রোষানলে পড়ে কারাবন্দী হন। তৎকালীন বি এন পি- জামায়াত জোট সরকারের সেই ধ্বংসাত্বক ও বিভীষিকাময় কর্মকান্ড ও অমানবিকতার বিরুদ্ধে লেখনীর মাধ্যমে জনমত গঠনের উদ্দেশ্যে রাজনীতির পাশাপাশী সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। অন্যায় ও অবিচারের বিরূদ্ধে এবং স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নেয়ায় তিনি বর্তমানেও পিরোজপুরে শোষক শ্রেনী ও সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ন পদে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী চক্রের দ্বারা একের পর এক ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলা ও হয়রানীর শিকার হতে থাকেন। এতে তিনি বুঝতে পারলেন সাধারন মানুষকে অন্যায়,অবিচার ও অনিয়মের হাত থেকে রেহাই দেয়া ও ন্যায্য অধিকার আদায় করিয়ে দেয়ার জন্য আইনী লড়াইয়ের প্রয়োজন। তাই তিনি আইন বিষয়ে ভর্তি হয়ে ২০১৬ সালে কৃতিত্বের সাথে এল এল.বি ডিক্রি অর্জন করে বর্তমানে শিক্ষানবীশ হিসেবে আইনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষনার পাশাপাশি সাধারন মানুষকে আইনী পরামর্শ দিয়ে যাচ্ছেন। ইমাম বলেন, দল মনোনয়ন দিলে নির্বাচন করব। দুর্দিনে দলের জন্য কাজ করেছি। আশা রাখি দল অবশ্যই মূল্যায়ন করবে। মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।