ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে জাতীয় ভোটার দিবস-২০২১ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বয়স যদি আঠারো হয় , ভোটার হতে দেরি নয়। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার ২ মার্চ সকাল ১০ টায় বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক ্লি বের করে শহরের বাগেরহাট কোর্ট চত্বর প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে তা শেষ করা।
র্যালি ও কর্মসূচিতে আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আ,ন,ম ফয়জুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শাহিনুজ্জামান,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল,জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজি বেনজীর আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোছাব্বেরুল ইসলাম,সদর উপেজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
র্যালীটি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক আ,ন,ম, ফয়জুল হজ বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস-২০২১ এর শুভ উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় নতুন ভোটারদের মাছে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট আইডি কার্ড বিতরন করেন। এসময় নতুন ভোটারদের রেজিস্টেশন কর্মকান্ডের উদ্বোধন করা হয়। এবং সকল নাগরীকদের বয়স ১৮ পেরিয়ে গেলে তাদের ভোটার তালিকায় অংশগ্রহনের উদ্বুদ্য করা হয় ।