বিনোদন ডেস্ক
কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার বঙ্গোপকৃপায় বেড়ে ওঠা ক্ষুদে লেখক, কবি,গীতিকার ও সুরকার,বিশিষ্ট কণ্ঠশিল্পী করিম উল্লাহ ইমন এর কথা ও সুরে “পরাণের ধন” মৌলিক গানটিতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের আরেক ক্ষুদে গানরাজ জনপ্রিয় কণ্ঠ শিল্পী আফিয়া ইবনাত সায়মা।গানটির কম্পোজিশন করেছেন এস.আই.জুয়েল।সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম JTV Bangla ব্যুরো প্রধান জনাব ফারুক হাসান।গানটি শীঘ্রই JTV Bangla চ্যানেলে প্রচার হবে।আশা করি গানটি শ্রোতাদের মন জয় করবে।