সুবীর পাল (বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন দক্ষিণ কাঞ্চনা পাল পাড়া সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও (আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী ২০২১ইংরেজী রোজ শনিবার ও রবিবার) আয়োজন করা হয়েছে মহতী ধর্মসভা, ভক্তিমূলক সঙ্গীতাঞ্জলী ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞের।
অনুষ্ঠান পরিক্রমায় জানা যায়-
২০ ফেব্রুয়ারী ২০২১ইংরেজী রোজ শনিবার মহতী ধর্মসভা, উক্ত অনুষ্ঠানের
শুভ উদ্ভোধন করবেন শ্রীযুক্ত বাবু চন্দ্র শেখর মল্লিক, ব্যবস্থাপক, কেন্দ্রীয় সরকারি খাদ্য সংরক্ষণাগার (সিএসডি), ঢাকা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাঃ আ. ম. ম. মিনহাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও দক্ষিণ জেলা আওমালীগ নেতা।
প্রধান ধর্মীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দপুরী মহারাজ, অধ্যক্ষ ও সভাপতি, পাঁচুরিয়া তপোবন আশ্রম, পটিয়া।
ধর্মীয় আলোচক থাকবেন- শ্রীমৎ স্বামী নির্বানন্দপুরী মহারাজ, সহ মোহন্ত মহারাজ এবং ট্রাষ্টি বোর্ড সম্পাদক, শ্রীগুরুধাম, আন্দরকিল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- জনাবা, আঞ্জুমান আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল-১, সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ, ডাঃ সৌমেন পালিত, শ্রীযুক্ত বাবু চান্দন দাশ প্রমুখ ব্যক্তিগণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন- শ্রীযুক্ত বাবু প্রণব পাল, সভাপতি, কাঞ্চনা সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও কৃষ্ণ মন্দির এবং কাঞ্চনা সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ-২০২১ইং।
সম্পাদকীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শ্রীযুক্ত বাবু প্রবীর পাল, সাধারণ সম্পাদক, কাঞ্চনা সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও কৃষ্ণ মন্দির এবং কাঞ্চনা সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ-২০২১ইং।
স্বাগত বক্তা- বাবু অনুপ পাল, সুপাল পাল ও বাবু স্বপন পাল, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করবেন- বাবু রাজীব পাল ও সুবীর পাল।
২১ ফেব্রুয়ারী ২০২১ইংরেজী রোজ রবিবার অহোরাত্রী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।
শ্রী শ্রী কৃষ্ণনামামৃত পরিবেশনায়ঃ
= শ্রীগুরু কৈবল্যনাথ সম্প্রদায় গোপলগঞ্জ।
= সত্যনারায়ন মন্দির সম্প্রদায়, চট্টগ্রাম।
= শিব সংঘ সম্প্রদায়, সাতক্ষীরা।
= মা সারদা সম্প্রদায়, গোপালগঞ্জ।
উৎসব অঙ্গনঃ কাঞ্চনা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কৃষ্ণ মন্দির প্রাঙ্গন।
পথ পরিচিতিঃ- সাতকানিয়া-বাঁশখালী সড়কের জোটপুকুরিয়া বাজার অথবা ফুলতলা নেমে উত্তরে উৎসব অঙ্গন।