আনোয়ারা প্রতিনিধি:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জমজমাট সামাজিক যোগাযোগ ফেসবুক প্রচার-প্রচারণা। তারই অংশ হিসেবে আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী এম নুরুল হুদা চৌধুরী (এম.এ)।
ইতিমধ্যে সভা-সমাবেশ, সামাজিক,সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে ইউনিয়নবাসিকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়েছে।
তিনি ৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরীর নাতি। মামুর খাইন গ্রামের মরহুম মোঃ আবু জাফর চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ব্যবসায়ীক কাজে জড়িত।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকার ও ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি গ্রাম হবে শহর স্বপ্নপূরণে কাজ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন দক্ষ সংগঠক, নিঃস্বার্থবান সমাজহিতৈষী প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রতিনিয়ত সামাজিক অনুষ্ঠান, মতবিনিময় সভা, গণসংযোগ ও বিভিন্ন ধরনের শোডাউন চালিয়ে যাচ্ছেন।
করোনাকালে অসহায় মানুষকে ত্রাণ বিতরণ, মসজিদ, মন্দির, ক্লাব সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুদান দিচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে এম নুরুল হুদা চৌধুরী বলেন,আমি পরৈকোড়া ইউনিয়নবাসীর মানুষের পাশে থেকে সেবা করতে চাই। সেই ধারাবাহিকতায় জনগণের চাহিদা মোতাবেক প্রার্থী হতে চাই।
কারণ এলাকার প্রত্যেক জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে এবং ছোটবেলা থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছি। আমি চেয়ারম্যান হলে পরৈকোড়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সেইসঙ্গে নারী নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো।
তিনি আরো বলেন,জনগণের মতামতের ভিত্তিতে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নৌকার মনোনয়ন পাব।জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হব ইনশাল্লাহ ।