ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সরকারের সঠিক সমযের সঠিক সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে বাগেরহাটের মোংলায় করোনা টিকা প্রদান অব্যহত রয়েছে।স্বতস্ফুর্ত ভাবে অনেকেই টিকা নিয়েছে বলে জানান মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা জীবিতোষ বিশ্বাস।সারা দেশের ন্যয় মোংলায়ও ৭ ফেব্রুয়ারী করোনা টিকা প্রদান উদ্বোধন করা হয়।টিকা প্রদানের ৫ম দিনে সকল নাগরিকের মধ্যে টিকা গ্রহন করেছেন স্থানীয় ডিজিটাল তারিফবার্তা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ হান্নান সহ অনেকেই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান প্রথম চালানে প্রত্যেকের দুই ডোজ করে ৪ হাজার ১শ ডোজ টিকা ইত্যেমধ্যে পৌছেছে।যা দিয়ে ২ হাজার ৫০ জন নাগরীককে টিকা প্রদান করা হবে।প্রথম ডোজ যারা টিকা নিয়েছে তাদের পরবর্তী ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানান তিনি।
সকাল নয়টা থেকে এ টিকা প্রদান বুথ বিকাল অবধি বিরতিহীন ভাবে চলতে থাকে।এবং এ টিকা বুথ পরিচালনায় একজন মেডিকেল অফিসার সহ ১২ জন সেবিকা নিয়জিত আছেন।সরকারি নির্ধারিত অনলাইনের নিবন্ধন অনুযায়ী টিকা দেয়া হয়ে বলে জানান মেডিকেল অফিসার ডাঃ মলয় মল্লিক।এবং প্রথম দিনেই ৯০৩ জন নিবন্ধিত টিকা গ্রহীতা দিয়ে টিকা প্রদান শুরু হয় প্রতিদিন নতুন নতুন নিবন্ধন হচ্ছে যাদের নির্ধারিত সময়ে টিকা দিয়ে যাচ্ছে নির্ধারিত টিম।