রবিউল হুসাইন
চট্টগ্রামের পুরাতন চান্দগাঁওয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় মো. আলাউদ্দীন (৫৪) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে রোজগার্ডেন ক্লাব এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বেলা ১২টার দিকে রোজগার্ডেন ক্লাব এর সামনে একটি তেলবাহী গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেন।
এতে গুরুতর আহত হন আলাউদ্দীন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।