ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে করোনাভাইরাসের টিকা প্রয়োগ প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।এর পর নির্ধারিত বুথে গিয়ে জেলা প্রশাসক আ ন ম ফায়জুল হক টিকা গ্রহনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিকা প্রদান অনুষ্ঠান।
এর পর পর টিকা নেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,সিভিল সার্জন ডা.একে এম হুমায়ুন কবির সহ প্রশাসনের কর্মকর্তা সহ সাংবাদিক ও অন্যান্য স্বস্থ্য কর্মিরা।
প্রথম সারিতে যারা প্রথম ধাপের টিকা পাবেন তারা হচ্ছেন সম্মৃখ সারির করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী,প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য,মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মি।আর ৫৫র উর্ধে যেসব নাগরীক তারাই প্রথম ধাপের টিকার আওতায় আসবেন।সরকারী ওয়েবসাইটের নির্ধারিত নিবন্ধিত ব্যাক্তি এস এম এসে দেয়া নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করতে পারবে।
প্রথম দিনে বাগেরহাটে ১ হাজার জনকে ১১০ টি বুথে টিকা প্রদান করা হবে বলে স্বাস্থ্যা বিভাগ থেকে জানিয়েছেন।এ কাজে ২২০ জন অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী ৪৪০ জন সেচ্ছাসেবী রাখা হয়েছে তাদের সহযোগীতোর জন্যে।পালাক্রমে ৪৮ হাজার ডোজ টিকা প্রয়োগ করবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাট জেরা প্রশাসক আ ন ম ফয়জুল হক টিকা গ্রহন শেষে প্রতিক্রিয়ায় জানান,উদ্বোধনি দিনে আমি ,পুলিশ সুপার,ও সিভিল সার্জন টিকা গ্রহণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি।টিকা গ্রহনের প্রতিক্রিয়ায় জানান এত তেমন কোন পার্শপ্রতিক্রিয়া মনে হচ্ছেনা।স্বাভাবিক লাগছে ।করোনা থেকে সুরক্ষার জন্যে সবার প্রতি তিনি নিবন্ধন ও পরবর্তী টিকা গ্রহনের আহবান জানান।
সিভিল সার্জন ডা.কে এম হুমায়ুন কবির জানান,বাগেরহাট জেলায় প্রথম দিনে এক হাজান জনকে টিকা দেয়া হচ্ছে এর মধ্যে সদর হাসপাতালে ১৫০ জন,পুলিশ হাসপাতালে ৫০ জন,এবং ৮ টি উপজেলার প্রতিটিত স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জনকে করে মোট ৮শ জনকে করোনা টিকা দেয়া হবে।এবং প্রথম দিনে এ প্রাণঘাতি টিকা নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।