ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
মোংলা কোষ্ট গার্ড পশ্চিম জোন বিসিজি বেইজের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় দিগরাজ বাজার সংলগ্ন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।আটককৃতরা হলেন সাফিন হাওলাদার (২৮) পিতাঃআমিন হাওলাদার সে রূপসা উপেজেলার নৈহাটির বাসীন্দা।অপর একজন একই এলাকার বাসীনদ্র শামিম শেখ (২৫) পিতা শহিদুল শেখ ।
দীর্ঘ্যদিন যাবৎ এধরনের মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করে আসছিলেন বলে জানায় কোষ্ট গার্ড।আটককৃত দের জব্দ কৃত ইয়াবা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে ।
কোষ্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,তাদের আওতাভুক্ত নৌ এলাকা সমূহে সকল প্রকার বেআইনি চোরাচালান,মাদক ব্যবস্যা অবৈধ বনে অনুপ্রবেশ বন্দরের জাহাজের চুরি সহ সকল জননিরাপত্তায় তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।তাদের আওতাধিন এলাকায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।