নিজস্ব প্রতিবেদন:
মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়নের স্বনামধন্য সামাজিক সংগঠন #লালসবুজেরপরিবার এর দ্বি-বার্ষিক নির্বাচন ১লা জানুয়ারি ২০২১ ইং বিকাল ২.৩০ মিনিটে অত্র সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সুসম্পন্ন করেন।উক্ত সংগঠনের নির্বাচন কমিশন প্রধান, জনাব হাবিব উল্লাহ খান ও তার সহযোগী শাহাব উদ্দিন,হাফেজ সোহেল,আজিজুল হক প্রমুখ সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।নির্বাচনে দু’টি স্বতন্ত্র প্যানেলে ভোট গ্রহণ হয়।
সালাহ উদ্দিন কাদের রনি (আনারস মার্কা)তার প্রতিদ্বন্দ্বী নেচার উল্লাহ খান (ইলিশ মাছ) মার্কায় সভাপতি পদে নির্বাচিত হন।মোঃ করিম উল্লাহ ইমন (হরিণ মার্কা)য় বিপুল ভোটে নির্বাচিত হন।
সরেজমিনে জানতে পারি যে,এই সংগঠন সাংস্কৃতিক,সামাজিক ও আর্থ সামাজিক কাজ করে যাচ্ছে।সভ্য ও সুশীল একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন অর্থ ও শ্রম দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।