নিউজ ডেস্ক:
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে এসেছেন।
দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে আসেন বিক্রম দোরাইস্বামী।
তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে স্বাগত জানান। পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।
এসময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী,জাহাঙ্গীর কবির নানক, ড.হাসান মাহমুদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কর্নেল (অব.) ফারুক খান.সাং: সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।