নিউজ ডেস্ক:
বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা মোহাম্মদপুরের দুটি কেন্দ্রে পরীক্ষার্থীরা বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মোহাম্মদপুর দুটি কেন্দ্রে বার কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর মহিলা কলেজ ও মোহাম্মদপুর বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা শুরু হয়।এ দুটি কেন্দ্রে নয়টার দিকে শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং পরীক্ষার্থীদের মারধর শুরু করে। এই ঘটনায় রাজধানীর মোট কয়েক জনকে পুলিশ আটক করে।রাজধানীর মোট নয়টি কেন্দ্রে আজকে লিখিত পরীক্ষায় অংশ নেয় ১৩ হাজার পরীক্ষার্থী।গত ২৬শে সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তারিখ পরিবর্তন করে আজকের তারিখ ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল।