নিউজ ডেস্ক:
বাংলা ভাষার জন্য এ দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীর পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে। সেই ভাষার মান রক্ষার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষকে চেষ্টা করতে হবে। বাংলাকে সর্বোচ্চ সম্মানের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। শনিবার ১২:৩০মিনিটে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক রিয়াজউদ্দিন বাজারে ইংরেজিতে লেখা সাইনবোর্ড সরানো হয় এবং যেসব সাইনবোর্ড ইংরেজিতে লেখা হয়েছে সেইসব সাইনবোর্ড রং দিয়ে মুছে ফেলেছে।বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য ইংরেজি সাইনবোর্ড এর পরিবর্তে বাংলার সাইনবোর্ড টাঙিয়ে রাখতে হবে। মুক্তিযুদ্ধরা সংবিধান অনুযায়ী বাংলা সাইনবোর্ড টাঙিয়ে রাখতে আহ্বান করেছে। ইংরেজিতে লেখা সাইনবোর্ড সরানোর পদক্ষেপ গ্রহণ করে আজ দুপুর ১২:৩০মিনিটে। বাটা কোম্পানির সাইনবোর্ড থেকে শুরু করে অনেক কোম্পানির সাইনবোর্ড রং দিয়ে মুছে ফেলেছে মুক্তিযুদ্ধ সংসদ। আজ থেকে এই পদক্ষেপ চলতে থাকবে বলে ঘোষণা দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।