মোঃ জিয়াদুল হক:
কাউখালী উপজেলার কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের চিরাপাড়া কে. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২৬) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত খাইরুল নেছারাবাদ উপজেলার আউরয়া গ্রামের সোহরাব তালুকদারের ছেলে। তিনি নেছারাবাদের একটি মোটর সাইকেল শো-রুমের ম্যানেজার বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পিরোজপুর থেকে নেছারাবাদ যাবার পথে কাউখালীর চিরাপাড়া কে.এম প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুত গতিতে বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটর সাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশেই জ্ঞান হারিয়ে ফেলেন খাইরুল।
স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকালে তিনি মারা যান ।