নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে আজ (সোমবার, ১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি’র সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
তিনি আরো জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ নেই। তবে যেসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হয়েছে, সেখানে নতুন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত। তবে যাঁরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।
গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে নির্বাচন স্থগিত করে কমিশন। এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।