যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজার করোনাভাইরাস টিকা।জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়। এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এফডিএ’র পরামর্শক সভায় ফাইজারের তৈরি করোনা টিকাকে অনুমোদন দেয়ার সুপারিশ করা হয়।
বিশ্বের সব দেশের মতো যুক্তরাষ্ট্রে ও প্রায় এক কোটি ৫৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এই মুহূর্তে দেশটিতে টিকাটির অনুমোদন দেয়াকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বাহরাইন, কানাডা এবং সৌদি আরব টিকাটি ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র ৫ম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকার অনুমোদন দিল। যুক্তরাজ্য মঙ্গলবার ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন।