মুজাম্মেল হক:
বাইডেন অঙ্গীকার করেছেন যে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ নভেল করোনা ভাইরাসের টিকা দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন । এর আগে প্রথম ১০০ দিন সবাইকে মাস পরার আহ্বান জানান তিনি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘প্রথম মাসেই মহামারি নিয়ন্ত্রণে চলে আসবে না। তবে এটা বলছি, কোভিড-১৯ পরিস্থিতির পরিবর্তন নিয়ে আসতে আমরা সক্ষম হবো বলে আশা রাখি।’
বাইডেন বলেন, ‘আমার (প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের) প্রথম ১০০ দিনে করোনা নির্মূল হবে না। আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি না। আমরা হঠাৎ করে এ পরিস্থিতিতে পড়িনি। অতএব হঠাৎ করে এর থেকে বেরও হতে পারবো না।’
গতকাল মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশের মাধ্যমে ফাইজার-বায়োএনটেকের টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদনের পথে আরেক ধাপ এগিয়েছে। খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) রিপোর্টে দেখা গেছে টিকাটি ৯৫ শতাংশ কার্যকর। আগামী বৃহস্পতিবার তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছুবে টিকাটি মানুষের শরীরে কখন প্রয়োগ করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন জো বাইডেন।