আল্লাহর ৯৯ নাম’ খচিত ‘মুজিব মিনার’ নির্মাণ করতে বলছেন কওমি মাদ্রাসাগুলোর শীর্ষস্থানীয় আলেমরা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পরিবর্তে এটা তৈরি করার প্রস্তাব দেন।
শনিবার (৫ ডিসেম্বর) কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ না করে কোরআন-সুন্নাহসমর্থিত ‘উত্তম বিকল্প’ সন্ধানসহ পাঁচটি প্রস্তাব আনে আলেমরা।
বৈঠকে গৃহিত প্রস্তাবে বলা হয়েছে, মানব মূর্তি বা ভাস্কর্য যেকোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি বা নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরিয়তসস্মত নয়।
তারা মহানবী (সা.)–এর অবমাননা,ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানানো হয়। অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। এছাড়া ওয়াজ মাহফিলে মাইক ও লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দেওয়াসহ আরও কয়েকটি দাবি জানিয়েছেন সরকারের কাছে।