প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি চট্টগ্রাম সিজিপিওয়াই শাখার উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম বন্দর থানাধীন সিজিপিওয়াই শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তনে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রফমান মজিবকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব জামশেদুল আলমের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
মো. হোসেন শহীদের সভাপতিত্ব ও এস.এম শাহেদ আলীর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী সিআরবি(পূর্বাঞ্চল) মোস্তফা জাকির হাসান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী(পাহাড়তলী অঞ্চল) ওহিদুর রহমান, রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম. আর মঞ্জু, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সোবহান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, স্টেশন মাষ্টার ও ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম শাহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, খুরশিদ আলম, সহ-সভাপতি রেজাউর রহমান ভূঁইয়া, মাইদুল, শাহীন, মহিন, আব্দুল অদুদ, গোলাম রহমান, সেলিম, তামিজিং, সুমন চাকমা, প্রমুখ।
এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রেলওয়ে ডিপার্টমেন্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। শ্রমিক কর্মচারীদের যেকোন প্রয়োজনে তিনি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে শ্রমিক ও কর্মচারীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।