মুজাম্মেল হক:
ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে হেরে গেলেও এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। উল্টো রাজ্যে রাজ্যে ধারাবাহিকভাবে মামলা করে যাচ্ছেন। যদিও সবগুলো মামলাই খারিজ করে দিয়েছেন আদালত। এ নিয়ে এবার আদালতের ওপরই খেপেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
রবিবার প্রথমবারের মতো তিনি প্রিয় ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন। প্রথম এ টিভি সাক্ষাৎকারেই তিনি বিচার ব্যবস্থাকে এক হাত নিয়ে ট্রাম্প বলেন, এ কোন বিচার ব্যবস্থা। তার এত চমৎকার সব মামলা কোনো আদালতই শুনতে চাইছে না। সব মামলা শুনানির আগেই ছুড়ে ফেলা হচ্ছে। এ অবস্থায় তিনি দেশের সর্বোচ্চ আদালতে যেতে চাচ্ছেন।
সর্বশেষ শনিবার পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে করা ট্রাম্প শিবিরের মামলা খারিজ করে দেন। এর আগেও সব রাজ্যে ট্রাম্পের মামলাগুলো খারিজ করে দেওয়া হয়। যদিও নির্বাচনে হার অস্বীকার করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আদালতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে লড়ার জন্য ভালো ও দক্ষ আইনজীবী রয়েছেন তার কাছে। তারা ভালো যুক্তি উপস্থাপন করতে পারবেন। প্রমাণ করতে পারবেন যে, ভোটে জালিয়াতি হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টে এসব মামলা নিয়ে যাওয়া বেশ জটিল। এখন সুপ্রিম কোর্টকে এমন বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
ট্রাম্প বলেন, প্রতিটি আদালতই বলছেন, এসব মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই। একে বিস্ময়কর আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন রাখেন, ‘এ কেমন আদালত?’