দেলোয়ার হোসাইন:
চিরনিদ্রায় শায়িত হলেন আর্জেন্টিনার ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় বাবা-মায়ের সমাধির পাশেই সমাহিত করা হয়।
ম্যারাডোনার কফিন প্রেসিডেনসিয়াল প্যালেস কাসা রোসাদায় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানো জন্য রাখা হয়। দিনভর হাজার হাজার ভক্ত-অনুরাগী প্রিয় তারকাকে চোখের জলে চিরবিদায় জানান।
লাখো ভক্ত সমবেত হয়েছিল কাসা রোসাদায়। প্রিয় ফুটবলারের কফিন স্পর্শের আশায় আসা প্রায় সবার চোখের পাতা ছিল ভেজা, হাতে ছিল ফুল। অনেকেরই পরনে ছিল ১০ নম্বর জাসি কিংবা ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক। অনেকেই করোনার কারণে দূরে দাঁড়িয়েই এই লড়াকুর প্রতি জানিয়েছেন অন্তিম স্যালুট।
বৃহস্পতিবার দিনভর ম্যারাডোনার হাজার হাজার ভক্তকে সামাল দিতে আর্জেন্টাইন পুলিশকে হিমশিম খেতে হয়েছে। প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে এক কিলোমিটারের চেয়েও লম্বা লাইন সামলাতে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে। তবুও ম্যারাডোনার ভক্তদের পথরোধ করতে পারেনি পুলিশ।
আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনা গত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। ম্যারাডোনার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।