নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম: বায়েজিদ বোস্তামী আরেফিন নগর আতঙ্কের নাম আতিকুর রহমান রনি প্রকাশ ভূমিদস্যু রনি । তার অত্যাচারে আরফিন নগর, বাংলাবাজার, আস্তানা নগর ,মুক্তিযোদ্ধা কলোনি,বাম্পার ঘোনা,ছিন্নমূল, আরফিন নগর গেইট, কেন্দ্রীয় কবরস্থান এলাকা সহ সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে তুলেছেন।
তার বিরুদ্ধে হত্যা ,নারী নিযার্তন, ধর্ষণ,অপহরণ,হামলা,ভাংচুর ও ভূমিদখল সহ ১ ডজনের অধিক মামলা অভিযোগ থানায়,আদালত সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে রয়েছে ।
গত ০১/০৯/২০২০ ইং তারিখে আতিকুর রহমান রনি সহ ১২জন ও অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে জালালাবাদ মৌজার আর. এস.৮১৮ খতিয়ানের বিচারাধীন মামলা নিস্পত্তির পূর্বে দখলের চেষ্টা বিষয়ে চট্টগ্রাম মেট্টো উপ পুলিশ কমিশনার (উত্তর)এর বরাবরে ৯০বৎসরের উর্ধ্বে মো. রবিউল হক অভিযোগ করেন।
২১/০৬/২০২০ইং তারিখ ব্যবসায়ী জয়নাল আবেদীন পারভেজের রেজিস্ট্রিকৃত দলিলভূক্ত জয়গা দখল করার চেষ্টা আতিকুর রহমান রনি সহ ৫ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ করেন ।
০৯/১০/২০২০ইং তারিখে ব্যবসায়ী জয়নাল আবেদীন পারভেজের উপর হত্যার চেষ্টায় অভিযোগে আতিকুর রহমান রনিসহ ৬জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং ১২/৪০৪ দাখিল করেন।
গত ০৩/০৮/২০২০ ইং তারিখে আরফিন নগর, বরই তলা ,শাহজানের বাড়ীতে হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করায় আতিকুর রহমান রনি সহ ৫ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ করেন।
মো. রবিউল হক বলেন জালালাবাদ মৌজার আর.এস.৮১৮ নং খতিয়ানের নিম্ন তপশীলোক্ত সম্পত্তির মালিক । উক্ত সম্পত্তি বাজেন্দ্র কুমার রায় তিন সন্তান শৈলেন্দ্র কৃষ্ণ রায় , প্রাণ কৃষ্ণ রায় ও গোকুল কৃষ্ণ রায় তাদের মালিকানাধীন সম্পত্তি বিগত ০৮/০৪/১৯৫৫ইং তারিখে সম্পাদিত এবং ১৮/০৪/১৯৫৫ ইং তারিখে রেজিস্টিকৃত দীর্ঘমেয়াদী ইজারা দলিল নং ১৯৯৯ মূলে সত্ত্বের মালিক হয়। মো. রবিউল হক আরো বলেন ,আমার ব্যবসায়ী ব্যাপকভাবে শুরু করার জন্য পরিচিত মো. সাহাব উদ্দীন, মো.জয়নাল আবেদীন এবং নুর মোহাম্মদ মানিক গত ০২/০৩/২০২০ ইং তারিখে ২৬৯৯ নং রেজিস্ট্রিকৃত দ্বিপাক্ষিক চুক্তি মূলে পার্টনার করি।আমি ও পার্টনারদের নিয়ে গৃহ নির্মাণ করে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দলবদ্ধ হয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা শিকার করলে সন্ত্রাসী আতিকুর রহমার রনির নেতৃত্বে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পার্টনার জয়নাল আবেদীন পারভেজ সহ শ্রমিকদের উপর হামলা চালায়।
১১/১০/২০২০ ইং তারিখে বায়েজিদ বোস্তামী থানায় সি.আর মামলা নং ৪১৯/২০২০দাখিল করি ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিটন সরকার বলেন ,রনি তার সন্ত্রাসী গ্রুপের থানায় অনেক অভিযোগ মামলা রয়েছে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো।