সুবীর পালঃ
চট্টগ্রামের খবরঃ বাঁশখালী চাঁদপুরস্থ রামপুর ডিসি সড়কের বেহাল দশা। গত অর্থ বছরের শেষের দিকে সড়কটির সংস্কার ও সম্প্রসারনের কাজ হলেও পুকুরিয়া নামক স্থান থেকে কড়ই গাছতল নামে পরিচিত। যেখানে বাঁশখালী সীমার শেষ হয়েছে। এতটুকু দুরত্ব পর্যন্ত কোন সংস্কার কিংবা সম্প্রসারনের ছৌঁয়া লাগেনি। এলাকাবাসীরা মনে করেন- কেবলমাত্র পার্টি কোন্দলের কারণেই রাস্তাটির এ বেহাল দশা।
একটু বৃষ্টি হলেই রাস্তাটি পরিনত হয় পুকুরে। ওই স্থানগুলোতে অতিরিক্ত গর্ত হওয়ার ফলে যাতায়াতকালে অনেক যানবাহনই বিকল হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় যানজটের। সাধারন জনগনের চলাচলে চরম বিঘ্ন ঘটে।
এছাড়াও চাঁদপুর থেকে পুকুরিয়া বাজার পর্যন্ত সড়কটির সংস্কার ও সম্প্রসারন কাজ হলেও বছর শেষ না হতেই বিভিন্ন জায়গায় হয়ে গেছে গর্ত, উঠে যাচ্ছে উপরের লেপন কিংবা ঢালাই।
এলাকাবাসীর দাবী সড়কটি সংস্কার করার সময় আধা ইঞ্চিও ঢালাই দেওয়া হয়নি। যার ফলে বছর শেষ না হতে রাস্তাটির এ অবস্থা। অনেক জায়গায় ইট বসানো অংশের সাথে জুড়ে দেওয়া হয়েছে ঢালাইয়ের অংশ।
এলাবাসীরা মনে করেন বর্তমান এ উন্নয়নশীল ও দুর্নীতিবিহীন সরকারের আমলে এত দুর্নীতি কেন? পুকুরিয়াবাসি পুকুরিয়ার এত বড় বড় গর্ত ভরাট সহ রাস্তাটি সংস্কারে সরকারের সুনজর প্রার্থনা করেন।