ওয়ালী উল্লাহ:
৯৮৬০০টি নিবন্ধিত কোম্পানি TIN করেনি। এই কোম্পানিগুলোকে ইতিমধ্যেই জালে জড়িয়ে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই ব্যাপক কর্মযজ্ঞে কাজ করছে ট্যাক্সের সাথে জড়িত বিরাট একটি অংশ এবং যারা কর পেশায় জড়িত।
প্রায় ৩৬হাজার কোম্পানি রিটার্ন দেয় না। তাদের অডিট শুরু হয়ে গেছে। কর সংক্রান্ত যাবতীয় কাজের জন্য বিপুল সংখ্যক আয়কর আইনজীবী চরম ব্যস্ততায় ডুবে গেছেন। ৩৩হাজার ভুয়া অডিট রিপোর্টের সন্ধান পাওয়া গেছে। শুদ্ধাচার অভিযানে বিপুল সংখ্যক আয়কর আইনজীবী চরম ব্যস্ততায় ডুবে গেছেন।
এই বছর TIN গ্রহীতা প্রায় ৬০লাখ। বাধ্যতামুলক রিটার্ন দেওয়ার আইন করায় রিটার্ন জমা হওয়া উচিৎ তিন গুন। এই বছর অনলাইন সিস্টেম চালু হচ্ছে না। এই বছর আয়কর মেলাও হচ্ছে না।
করোনা পরিস্থিতির জন্য আয়কর রিটার্ন জমা বন্ধ হবে না। কোন ছাড় বা সুযোগ দেয়ার সম্ভাবনাও নেই।
এখন সিদ্ধান্ত আপনার। শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন, নাকি সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন