শাহাদাত হোসাইন:
মনোয়ারা বেগম, বয়স(৫৩), স্বামী নূর হোসেন। স্থায়ী ঠিকানা-রানীয়ারা, বিষ্ণুপুর, শাহ আলমের বাড়ি, ইউনিয়ন কুঠি,থানা কসবা,জেলা বি-বাড়িয়া।বর্তমান ঠিকানা-১২নং হোল্ডিং,ইয়াকুব নগর ,সেলিম হাজির কলোনি,ফিরিঙ্গী বাজার, ডাকঘর-চট্টগ্রাম সদর ৪০০০,থানা- কোতোয়ালী,জেলা-চট্টগ্রাম থেকে ১৬/০৯/২০ ইং তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ ঘঠিকার সময় কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার, ইয়াকুব নগর, সেলিম হাজির কলোনীর তার মেয়ে পারভিন আক্তারের বাসা থেকে কাউকে না বলে বের হয়ে চলে যায়। তার হারানো তারিখ থেকে এই পর্যন্ত কোন খোঁজ খবর পাওয়া যায়নি। মনোয়ারা বেগমের উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, শরীরের গঠন মধ্যম।কোন সহৃদয়বান ব্যক্তি মনোয়ারা বেগমের সন্ধান পেলে তার মেয়ে (পারভিন)অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল। যোগাযোগ-০১৭৩১-২৭৫০৩০
○উল্লেখ্য মনোয়ারা বেগমের মেয়ে পারভিন আক্তার চট্টগ্রামের কোতোয়ালি থানায় হাজির হয়ে ০১/১০/২০ ইং তারিখে একটি জিডি করেন, যার নম্বর ৩৮।