বিশেষ প্রতিনিধি:
সদরঘাট থানা সংলগ্ন বন্দর কর্তৃপক্ষের জায়গায় আদালতের আদেশ অমান্য করে গত বৃহস্পতিবার ডাঃ ভূপাল কান্তি বৈদ্যের দোকানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে মেসার্স ইউনাইটেড মেটাল প্রোডাক্টের মালিক এস.এম ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ জাহাঙ্গীর অনিক (অনিক)। ডাঃ ভূপাল কান্তি বৈদ্য ভাড়াটিয়া চুক্তি মতে ১৯৯৬সাল থেকে এই পর্যন্ত (২৬-২৭) বছর কৃতিত্বের সাথে এলাকার জনসাধারণের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ভূমিদস্যু অনিক লোভে পড়ে ডাক্তারের নিকট থেকে দোকান নিয়ে ফেলতে চাই। বিভিন্ন সময়ে অনিক তার সন্ত্রাসী দলবল নিয়ে ডাক্তারকে দোকান থেকে বের করতে চাইলে তিনি আদালতের দ্বারস্থ হয়ে গত ১৩/৯/২০১৫ইং তারিখ ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারা অনুযায়ী একটি জিডি করেন, যার নং-৪০/১৫। পরবর্তীতে ভূমিদস্যু অনিকের অস্বাভাবিক আচরণের কারণে ২০১৭সালে সদরঘাট থানায় ১৪৫ ধারায় আরও একটি জিডি করেন, যার নং-১০৪৫। এরপরেও ডাক্তারকে হুমকি এবং দোকানের মালামাল লুটপাট করতে চাইলে ডাক্তার গত ২০১৯ সালে আদালতে ফৌজদারি কার্যবিধির ৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নং-১৫৪৮/১৯ (সদরঘাট)। পরবর্তীতে তার সন্ত্রাসী দলবল নিয়ে ডাক্তারকে দোকান থেকে বের করতে চাইলে তিনি আদালতের শরণাপন্ন হয়ে গত ০৬/০১/২০২০ইং তারিখ ভাড়াটিয়া আইনে একটি মামলা দায়ের করেন, যার নং-০১/২০২০। এরই ধারাবাহিকতায় গত ০৮/১০/২০২০ইং তারিখ আনুমানিক বিকাল ২:৩০ ঘটিকায় ভূমিদস্যু অনিক ডাক্তারের দোকানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয় এবং তার সন্ত্রাসী দল নিয়ে এসে ডাক্তারকে দোকান ছেড়ে চলে যেতে বলে,অন্যথায় ডাক্তারকে তাঁর দোকানের মালপত্রসহ গুম করে ফেলবে। এই বিষয়ে সদরঘাট থানায় ডাক্তার অভিযোগ করতে গেলে উক্ত থানার অফিসার ইনচার্জ তাঁকে ২ দিন ঘুরানোর পর অভিযোগ নেয়ার পরিবর্তে আদালতের আশ্রয় নিতে বলেন।
তখন তিনি নিরুপায় হয়ে গত ১২/১০/২০২০ইং তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ করেন। পরিশেষে তিনি সরকার ও প্রশাসনের কাছে ভূমিদস্যু অনিকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়েছেন।