প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশের টেক্সটাইল শিল্পের একজন অভিজ্ঞ ও প্রবীণ প্রকৌশলী কফিল উদ্দিন আহমেদ খান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৪২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী কফিল উদ্দিন আহমেদ খানের পৈতৃক নিবাস চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায়। কর্মজীবনে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন এবং শিল্পখাতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন।
রবিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর বড় উঠান জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার অ্যাসোসিয়েশন ও মেক ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী ফয়সাল আব্দুল্লাহ আদনান এর পিতা





