চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণেলহাটস্থ বিশ্ব কলোনীর বিএনপি অফিসে ডেকে নিয়ে রাকিব(২০) নামের এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে।নির্যাতনের পর চোরের ট্যাগ লাগিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।৫ দিন কারাভোগের পর তার শারিরীক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।২১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে নগরীর কর্ণেলহাট বিশ্ব কলোনী সেভেন মার্কেট এলাকায়।গত বোধবার রাত আনুমানিক ৯ ঘটিকায় নিহত রাকিবকে(২০)৫ থেকে ৬ জন ছেলে মায়ের সামনে থেকে কথা আছে বলে ডেকে নিয়ে যায় সেভেন মার্কেটে অবস্থিত বিএনপির অফিসে।
সেখানে রাকিবকে মোবাইল চোর ট্যাগ লাগিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। পরে তার কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করা হলে ৩০ হাজার টাকা পর্যন্ত সে দেওয়ার জন্য রাজি হয়।দাবীকৃত টাকা সম্পূর্ণ দিতে না পারায় তাকে মারধর করে মোবাইল চোর ট্যাগ দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে সেখানে তার শারীরিরিক অবস্হার অবনতি ঘটে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, রাকিব অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাকিবের পরিবার অভিযোগ করেছে, বিএনপি অফিসে নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে।