প্রেস বিজ্ঞপ্তি
আনোয়ারা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলন। দ্বিতীয়বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
গত শনিবার বিদ্যালয়ের এক আলোচনা সভায় জাহাঙ্গীর আলমকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তিনি রায়পুর ইউনিয়নের মরহুম আবুল কাশেমের বড় ছেলে।
তিনি একজন শিক্ষানুরাগী ও সচেতন নাগরিক। এছাড়া তিনি সামাজিক সংগঠন প্রিয় রায়পুর সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রায়পুর ইউনিয়নের মাদকমুক্ত সমাজ চাই, শিক্ষায় জাতির মেরুদণ্ড শীর্ষক কয়েকটি সেমিনারেও ইতিমধ্যে নিজেকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলেন তিনি।