মহান স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ৩০মে ১৯৮১ইং চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরন করেন। শহীদ জিয়ার ৪০তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রাম ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা।
এসময় সংক্ষিপ্ত সভায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেদ বলেন, শহীদ জিয়াউর রহমান এই বিপ্লব উদ্যান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়া মানুষের হৃদয়ে জেগে থাকবে।পরের বক্তব্যে যুগ্ম আহ্বায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ বলেন, দেশের ক্রান্তিকালে শহীদ জিয়া আলোর দিশারী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করতে হবেএসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, মোঃ আনাছ, ফখরুল ইসলাম শাহীন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু কাউছার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, মাহমুদুল হাসান রাজু, আবুল হাসনাত জুয়েল, মোঃ আব্বাস উদ্দিন সহ থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে নগর ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলী
