প্রতিবেদক- মুহাম্মদ সাঈদুল ইসলাম (সাঈদ)
আজ ৪ ঠা এপ্রিল ২০২১ ইং রোজ রবিবার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র (পিএমইউকে) পরিচালিত “সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাস্তবায়িত কমন সার্ভিস তথা শেড়, ডীপ-টিউবওয়েল ও টয়লেট এর শুভ উদ্ভোধন কক্সবাজার জেলার সদর থানার ইসলামপুর ইউনিয়নে ইসলামপুর বাজারে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মাইক্রো-ফাইন্যান্স ডিরেক্টর জনাব রিসালাত ছিদ্দিকি, প্রোগ্রাম ম্যানেজার জনাব মনিরুজ্জামান ছিদ্দিকি, চট্টগ্রাম দক্ষিণ জোন এর ম্যানেজার জনাব আব্দুল কাইয়ুম ভুঁইয়া, এসইপি ম্যানেজার জনাব রঞ্জন কান্তি পন্ডিত পরিবেশ কর্মকর্তা জনাব মিনহাজ হাসান সুজন, ডকুমেন্টেশন অফিসার জনাব মুহাম্মদ সাঈদুল ইসলাম (সাঈদ) ও টেকনিক্যাল অফিসার জনাব মফিজ উদ্দীন শেখ, জনাব মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব রিসালাত ছিদ্দিকি বলেন, লবণ ব্যবসায়ী, লবণ চাষী ও লবণ শ্রমিকদের সার্বিক সহযোগিতা ও উন্নতি সাধনের লক্ষ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র “এসইপি” প্রোগ্রামের মাধ্যমে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে লবন ব্যবসায়ী, লবণ চাষী ও লবণ শ্রমিকদের বিশ্রামাগার, স্বচ্ছ পানি ব্যবস্থা ও সার্বিক সুবিধার জন্য “শেড়, ডীপ-টিউবওয়েল ও টয়লেট স্থাপন করা হয়। তিনি আরো বলেন, আমি এলাকাবাসীকে অনুরোধ করবো যেন এই স্থাপনা গুলো যথাযথভাবে ব্যবহার করা হয় এবং পরিস্কার পরিচ্ছন্ন তথা পরিবেশ বান্ধব উপায়ে সঠিক পরিচালনার মাধ্যমে সকলে উপকৃত হয়। উল্লেখ্য বিগত ডিসেম্বর’ ১৯ সাল হতে “বিশ্ব ব্যাংক” এর অর্থায়নে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র (পিএমইউকে) লবণ শিল্প নিয়ে কাজ করে যাচ্ছে। যার পরিধি কক্সবাজার জেলার সদর থানার ইসলামপুর ইউনিয়ন, চকরিয়া উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে। অন্যদিকে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়ন সহ মোট ৬টি ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র লবণ শিল্প নিয়ে কাজ করে যাচ্ছে।