সুবীর পালঃ (বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামঃ সাতকানিয়া থানাধীন দক্ষিণ কাঞ্চনা মুক্তি খেলাঘর ক্লাবের উদ্যােগে পিতৃ-মাতৃহীনদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অত্র গ্রামের অত্যন্ত গরীব পিতৃ ও মাতৃহীনদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল- স্কুল ড্রেস, খাতা ও কলম। ওসব শিক্ষার্থীদের টানা ০৩ বছরের শিক্ষা সামগ্রী প্রদান করেছেন।
শিক্ষা সামগ্রী বিতরন করেন চিন্ময় দাশ, জনি দাশ, রাসেল দাশ সহ প্রমুখ ব্যক্তিগণ।
শিক্ষা সামগ্রী বিতরনকালে উনারা বলেন- মুক্তিখেলা ঘরের এই উদ্যাগে যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি থাকবে আমাদের কৃতজ্ঞতা। আমরা মনে করি মুক্তি খেলাঘরের আগামীর যেকোন উন্নয়নমুলক কর্মকান্ডে আপনাদের পাশে পাব।
আপনারা যদি আমাদের এভাবে সহযোগীতা করে যান তাহলে আমরা এ রকম অনেক উন্নয়নমূলক কার্যক্রাম চালাতে পারব।