শাহাদাত হোসাইন :
বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় সংগঠন “স্বপ্ন ছোয়া মাল্টিমিডিয়া‘র” প্রতিষ্ঠাতা ও চট্টগ্রামের জনপ্রিয় পরিচালক জনাব এস এম সরওয়ার এর ২৯তম শুভ জন্মদিন ২০শে ডিসেম্বর রোজ রবিবার ২০২০ইং সন্ধায় চট্টগ্রাম গ্রীণবেলী রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় প্রযোজক ও অভিনেতা জনাব এস এ রহিম, প্রযোজক সাহেদ চৌধুরী, প্রযোজক জীবন চৌধুরী, মডেল ও অভিনেতা ফারদিন বাপ্পি, প্রযোজক ও অভিনেতা হাবিব খাঁন, অভিনেতা মীর জুবেদ, অভিনেতা দেবাশীষ চৌধুরী, প্রযোজক মহিন চৌধুরী, প্রযোজক এম.ডি হাসান, প্রযোজক ও অভিনেতা এস এম সম্রাট চৌধুরী, প্রযোজক ও অভিনেতা কবির আহমেদ, পরিচালক ও অভিনেতা ওয়াছি খান, পরিচালক আনিসুল হক মামুন, করোগ্রাফার আলমগীর হোসেন আলো,আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের সুনামধন্য অভিনেতা ও অভিনেত্রীগনের মধ্যে তারেক খাঁন, জনি খাঁন, মেঘলা, পিউ , এস বি খাঁন, তানভির,রাহাত ও শাহাদাত হোসাইন এবং এস এম সরওয়ার এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এস এম নিশু, এস এম রাজিয়া সুলতানা, এস এম শাহেদ, জান্নাতুল মাওয়া ওহি, ইরফান ও সোমাইয়া প্রমুখ।