মুজাম্মেল হক:
বিশ্বব্যাপী করুণা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে গত ৬ সপ্তাহে। গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)রং এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
হু’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াইসুস বলেছেন, ‘টানেলের শেষ প্রান্তে যখন আমরা আলো দেখতে শুরু করেছি। ঠিক এমন সময়ে নতুন নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছি। গত ছয় সপ্তাহে সাপ্তাহিক মৃত্যুর হার গড়ে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার অধিকাংশ অবশ্য ইউরোপ ও আমেরিকায়।’ এছাড়া এই সময়ে ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় শতভাগ।
ঘেব্রেয়াইসুস বলেন, ‘এক বছর আগেও করোনার টিকা আমাদের কাছে ছিল অজানা কিছু। কিন্তু এখন বেশ কিছু টিকা নিয়ে কাজ চলছে। প্রয়োগও শুরু হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে। এটা আমাদের বিজ্ঞানের বড় অর্জন। তবে আমাদের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। যথাযথ পদক্ষেপ নিতে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের এই রাজ্য শোকের ছায়ায় পরিণত হতে পারে বলে ধারণা করছেন তিনি।